ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

পদ্মায় নিখোঁজ সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার

জনতার মুখোমুখি ডেস্কঃ
  • আপডেট সময় : ১১:০৭:০৬ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
  • / ৫২৭ বার পড়া হয়েছে

পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় সাবেক এক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে হরিরামপুর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কালিতলা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত আব্দুল বারেক পার্শ্ববর্তী শিবালয় উপজেলার আরুয়া ইউনিয়নের ছোট কোকরন্ড গ্রামের বাসিন্দা। তিনি আরুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাবেক সদস্য।

পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুল বারেক ওএমএস ডিলার ছিলেন। পাশাপাশি তিনি নদীতে মাছ ধরতেন। গত ৭ জানুয়ারি পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন আব্দুল বারেক। শনিবার সকালে হরিরামপুর উপজেলার কালিতলা এলাকার একটি ভাসমান রেস্টুরেন্টের সাথে তার মরদেহ আটকে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পাশাপাশি খবর পেয়ে পরিবারের লোকজন সেখানে এসে উপস্থিত হন। তারা মরদেহটি আব্দুল বারেকের বলে শনাক্ত করেন।

আরুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য মো. জয়নাল আবেদীন বলেন, তিনি পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে কয়েকদিন আগে নিখোঁজ হন। আজ সকালে তার মরদেহ হরিরামপুরে পাওয়া গেছে বলে শুনেছি।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুমিন খান বলেন, কাঞ্চনপুর ইউনিয়নে কালিতলা এলাকায় নদীতে মরদেহ ভেসে থাকার সংবাদ পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি নৌ-পুলিশের অধীনে হওয়ায় তাদেরকে খবর দেওয়া হয়েছে। তারা আইনগত ব্যবস্থা নিবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আমাদের প্রতিনিধি সম্পর্কে জানতে বার কোড স্ক্যান করুন

পদ্মায় নিখোঁজ সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১১:০৭:০৬ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় সাবেক এক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে হরিরামপুর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কালিতলা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত আব্দুল বারেক পার্শ্ববর্তী শিবালয় উপজেলার আরুয়া ইউনিয়নের ছোট কোকরন্ড গ্রামের বাসিন্দা। তিনি আরুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাবেক সদস্য।

পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুল বারেক ওএমএস ডিলার ছিলেন। পাশাপাশি তিনি নদীতে মাছ ধরতেন। গত ৭ জানুয়ারি পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন আব্দুল বারেক। শনিবার সকালে হরিরামপুর উপজেলার কালিতলা এলাকার একটি ভাসমান রেস্টুরেন্টের সাথে তার মরদেহ আটকে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পাশাপাশি খবর পেয়ে পরিবারের লোকজন সেখানে এসে উপস্থিত হন। তারা মরদেহটি আব্দুল বারেকের বলে শনাক্ত করেন।

আরুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য মো. জয়নাল আবেদীন বলেন, তিনি পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে কয়েকদিন আগে নিখোঁজ হন। আজ সকালে তার মরদেহ হরিরামপুরে পাওয়া গেছে বলে শুনেছি।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুমিন খান বলেন, কাঞ্চনপুর ইউনিয়নে কালিতলা এলাকায় নদীতে মরদেহ ভেসে থাকার সংবাদ পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি নৌ-পুলিশের অধীনে হওয়ায় তাদেরকে খবর দেওয়া হয়েছে। তারা আইনগত ব্যবস্থা নিবেন।