দামুড়হুদায় প্রাক্তন সেনা বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র কম্বল শীতবস্ত্র

- আপডেট সময় : ০৯:০৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
- / ৫৪৫ বার পড়া হয়েছে
দামুড়হুদায় উপজেলা প্রাক্তন সেনা বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকাল ১১ টার দিকে দামুড়হুদা ব্র্যাক মোড় নামক স্থানে সংস্থার অস্থায়ী কার্যালয়ে দুস্থ, অসহায়, হতদরিদ্র শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রাক্তন সেনা বহুমুখী কল্যাণ সংস্থার সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর। প্রধান অতিথি বলেন চমৎকার মহতী উদ্যোগ।অবসরপ্রাপ্ত সেনা বহুমুখী কল্যাণ সংস্থা দামুড়হুদা উপজেলার সদস্যরা মানবতার কল্যাণে কাজ করার জন্য তাদেরকে সাধুবাদ জানাই।চাকরি করাকালীন সময়টা দায়িত্ববোধ থেকে একটা নিয়মের মধ্যে দিয়ে চলে যায়। চাকরি থেকে অবসর গ্রহণ করার পর জীবন চলার পথে একটা ব্যতিক্রমী সময়ের সাথে পরিচিত হতে হয়, যা নিজের কাছে একাকীত্ব লাগে। চাকরি থেকে অবসরের পর এরকম সংগঠনের সাথে যুক্ত থাকলে একে অপরের সাথে দেখা সাক্ষাৎ হয় এবং নিজেদের মধ্যে সুখ দুঃখের ভাগাভাগি করে বাকী জীবনটা স্বাভাবিকভাবে কাটতে পারে। এসময় তিনি আরো বলেন চুয়াডাঙ্গা জেলাটি ভৌগোলিক কারণে উষ্ণ এবং শীত প্রবণ এলাকা এখানে গ্রীষ্মকালে যেমন গরম বেশি থাকে তদ্রুপ শীতকালে প্রচুর শীত পড়ছে। এই শীতের ভিতর অসহায় দুস্থ ও দরিদ্র মানুষের পাশে আপনারা শুধু শীতবস্ত্র নয় সব রকমের সাহায্য নিয়ে পাশে থাকবেন। আমি দামুড়হুদা থানায় যতদিন কর্মরত আছি আপনাদের প্রতিটি ভাল কাজের সাথে আমার সার্বিক সহযোগিতা থাকবে ইনশাআল্লাহ।
সংস্থার সম্পাদক মিনাজ উদ্দিন বলেন আমি ২,০০০ সালে চাকরি থেকে অবসর গ্রহণের পর থেকে এই সংগঠনের সাথে যুক্ত আছি। আমরা বৃদ্ধাশ্রমে যেতে চাই না সেজন্য একে অপরের সুখ দুঃখ ভাগাভাগি করে বাকি জীবনটা কাটাতে চাই। এছাড়াও আমরা বিভিন্ন সময় এলাকার অসহায় দুস্থ ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়িয়েছি যেমন এক কালীন মানবিক অর্থ সাহায্য, হুইল চেয়ার বিতরণ, রমজান মাসে অসহায় ও দুস্থ মানুষের মাঝে সেহরী ও ইফতার বিতরণ,ঈদ সামগ্রী বিতরণসহ আঞ্চলিক ও জাতীয় প্রাকৃতিক দুর্যোগে অসহায়দের অর্থ সহায়তা দিয়ে থাকি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,চুয়াডাঙ্গা জেলা প্রাক্তন সেনা বহুমুখী কল্যাণ সংস্থার সভাপতি অবসরপপ্রপ্ত সার্জেন্ট শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক সার্জেন্ট আব্দুল মালেক, কোষাধাক্ষ সার্জেন্ট আবু সাঈদ। এছাড়াও উপস্থিত ছিলেন দামুড়হুদা শাখার সদস্য অবসরপ্রাপ্ত সার্জেন্ট ইউসুফ, সার্জেন্ট হাফিজুল ইসলাম অবসরপ্রাপ্ত সেনা সদস্য ফজলুর রহমান, মোতালেব হোসেন, রকিব উদ্দিন, রমজান আলী প্রমূখ।
অনুষ্ঠান শেষে ৩০জন অসহায় নারী-পুরুষের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরন করা হয়।
অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, দামুড়হুদা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন।