ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

নিজ জমিতে কাজ করছিলেন কৃষক, ধরে নিয়ে গেল বিএসএফ

জনতার মুখোমুখি ডেস্কঃ
  • আপডেট সময় : ১০:৩০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
  • / ৫২৫ বার পড়া হয়েছে

গোলাম রব্বানী হিলি প্রতিনিধিঃদিনাজপুরের বিরল উপজেলার ৮নং ধর্মপুর ইউনিয়নের এনায়েতপুর সীমান্ত থেকে আলামিন (২৫) নামের এক কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ। আলামিন দ্বীপনগর গ্রামে আইজ উদ্দিনের ছেলে।
শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে এনায়েতপুর দ্বীপনগর গ্রামে সীমান্তের শূন্য রেখার ৩২৩ নং পিলারের পাশে নিজ জমিতে কাজ করার সময় তাকে ধরে নিয়ে যাওয়া হয়।
স্থানীয়রা জানান, সকালে বিরল এনায়েতপুর দ্বীপনগর গ্রামে সীমান্তের শূন্য রেখার ৩২৩ নং পিলারের পাশে আলামিন নিজ জমিতে কাজ করছিল। এসময় বিএসএফ এসে তাকে ধরে ক্যাম্পে নিয়ে যায়। পরে তার পরিবারের লোকজন বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) সদস্যদের কাছে গিয়ে বিষয়টি জানায়। তবে কী কারণে ওই কৃষককে আটক করে নিয়ে যাওয়া হয় তা এখনো জানা যায়নি।

স্থানীয় ইউপি সদস্য আবু সুফিয়ান বিষয়টি নিশ্চিত করেছেন।
ইতোমধ্যে দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসান-উল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। বিকেলে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে কৃষক আলামিনকে হস্তান্তর করার কথা রয়েছে। এ ঘটনার পর স্থানীয়রা বেশ আতঙ্কের মধ্যে রয়েছেন এবং বর্তমানে থমথমে রয়েছে পরিস্থিতি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আমাদের প্রতিনিধি সম্পর্কে জানতে বার কোড স্ক্যান করুন

নিজ জমিতে কাজ করছিলেন কৃষক, ধরে নিয়ে গেল বিএসএফ

আপডেট সময় : ১০:৩০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫

গোলাম রব্বানী হিলি প্রতিনিধিঃদিনাজপুরের বিরল উপজেলার ৮নং ধর্মপুর ইউনিয়নের এনায়েতপুর সীমান্ত থেকে আলামিন (২৫) নামের এক কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ। আলামিন দ্বীপনগর গ্রামে আইজ উদ্দিনের ছেলে।
শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে এনায়েতপুর দ্বীপনগর গ্রামে সীমান্তের শূন্য রেখার ৩২৩ নং পিলারের পাশে নিজ জমিতে কাজ করার সময় তাকে ধরে নিয়ে যাওয়া হয়।
স্থানীয়রা জানান, সকালে বিরল এনায়েতপুর দ্বীপনগর গ্রামে সীমান্তের শূন্য রেখার ৩২৩ নং পিলারের পাশে আলামিন নিজ জমিতে কাজ করছিল। এসময় বিএসএফ এসে তাকে ধরে ক্যাম্পে নিয়ে যায়। পরে তার পরিবারের লোকজন বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) সদস্যদের কাছে গিয়ে বিষয়টি জানায়। তবে কী কারণে ওই কৃষককে আটক করে নিয়ে যাওয়া হয় তা এখনো জানা যায়নি।

স্থানীয় ইউপি সদস্য আবু সুফিয়ান বিষয়টি নিশ্চিত করেছেন।
ইতোমধ্যে দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসান-উল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। বিকেলে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে কৃষক আলামিনকে হস্তান্তর করার কথা রয়েছে। এ ঘটনার পর স্থানীয়রা বেশ আতঙ্কের মধ্যে রয়েছেন এবং বর্তমানে থমথমে রয়েছে পরিস্থিতি।