বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত

- আপডেট সময় : ০৫:০৮:২৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
- / ৫১৮ বার পড়া হয়েছে
মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:
বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২৫ উপলক্ষে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ শে জানুয়ারী রবিবার সকাল ১১ টার সময়
বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার মোঃ কামরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠান টি বেনাপোল কাস্টমস ক্লাবে সচেতনতামূলক আলোচনা সভ শুরু হয়।
এর আগে জাতীয় পতাকা উত্তোলন, ফেস্টুন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন যশোর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার শেখ আবু ফয়সল মোঃ মুরাদ।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী, বেনাপোল সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব শামসুর রহমান এবং বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার মোঃ কামরুজ্জামান,যশোর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার শেখ আবু ফয়সল মোঃ মুরাদসহ বেনাপোল সি এন্ড এফ এজেন্ট ব্যবসায়ী ও বেনাপোল কাস্টমসের বিভিন্ন কর্মকর্তাবৃন্দরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।